ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাত–পা কাটা পড়ল যুবকের    দখল আর দূষণে অস্তিত্ব সংকটে ‘প্রাণ সায়ের খাল’    এখনই তৈমুর ছোট ভাইয়ের ওপর খবরদারি করে, বললেন কারিনা    নকলায় অটোচুরির গডফাদার আলাল উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার    আখের রস দিয়ে গুড় তৈরি করে লাভবান হচ্ছে পাঠাকাটার কৃষকরা    বৈসাবী ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা    বাংলাদেশি পণ্যের রপ্তানি কমছে ভারতে    বস্তু হিসেবে রেকর্ড গড়ে টাইটানিকের দরজা, বেশি দামে বিক্রি হওয়ায়    নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা

ইমরান খান বলেছেন, দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তবে তিনি আমার ক্ষমতায় ফেরা ঠেকাতে চাইছেন।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

ইমরান বলেন,

আমার মনে হচ্ছে— আমাকে নিয়ে তার সমস্যা রয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বলেন,

সেনাপ্রধানকে শত্রুভাবাপন্ন করে তোলার মতো কিছু করিনি আমি।

কিন্তু হয়তো আমার বিরুদ্ধে তার মনে এমন কিছু রয়েছে, যা আমি জানি না।

ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত হওয়া সাবেক প্রধানমন্ত্রী এর আগে অভিযোগ করেছেন,

শাহবাজ শরিফের ক্ষমতাসীন সরকার প্রভাবশালী সেনাবাহিনীর পুতুল।

৭০ বছর বয়সি এ নেতা দাবি করেছেন, তার দলের শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে।

আমার বিরুদ্ধে ১৫০টির মতো মামলায় করা হয়েছে। আমি যে কোনো সময় গ্রেফতার হতে পারি। কিন্তু ঘটনা হলো—

চাইলেই একটি চেতনাকে গ্রেফতার করা যায় না।

গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান।

এর পর তিনি অভিযোগ করেছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে সেনাবাহিনী।

ক্ষমতা ছাড়ার পর তার জনপ্রিয়তা বেড়েছে।

ইতোমধ্যে আগাম নির্বাচনের দাবিতে বেশ কয়েকটি জনসমাবেশ করেছেন তিনি।

সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে তাকে উৎখাতের অভিযোগের কথা পুনরায় তুলে ধরেছেন তিনি।

 

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।