ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   মতলব উত্তরে লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার    কোরআনের পাখিদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের ইফতার    মতলব উত্তরে লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার    কুড়িগ্রামে মধ্য কুমরপুর লাইজু কিডস্ ফুটবল একাডেমির শুভ উদ্বোধন    রায়পুরায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশাল র‌্যালী ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ    কুড়িগ্রামে মা ও শিশু পুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত    শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব    বিয়ের আগে যেকারনে ‘লিভ টুগেদার’ করেন, জানালেন আলিয়া    ঐতিহাসিক বদর দিবস আজ    টেনিস তারকা সানিয়া মির্জার রাজনীতিতে নামার গুঞ্জন    কুড়িগ্রামে পৌঁছলেন ভুটানের রাজা    ডি মারিয়ার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি    ইতালিতে প্রথমবারের মতো মসজিদে মাইকে আজান    পুঁজিবাজারে সূচকের বড় পতন    মন্দিরে গোপনে বিয়ে করলেন বলিউড তারকা অদিতি-সিদ্ধার্থ

রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ১০ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ধানমন্ডি থানা পুলিশ। এ ঘটনায় একটি দ্বিতল ডেকার বিআরটিসি বাস ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করা হয়।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন,

‘এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের নাম জানানো সম্ভব নয়। তাদের নামে এখনো মামলা হয়নি।’

তিনি আরো বলেন,

‘এ ঘটনায় বিএনপির কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে বিভিন্ন টিমের ১০ জনের বেশি আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই সময় একটি বড় বাস ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করা হয়।’

এ বিষয়ে রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন,

‘বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে হামলা করে।

পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালায়।’

তিনি বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন :


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।