ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

আগামী ২ জুন শুক্রুবার রাত ১২ টা হতে ৪ জুন রোববার সকাল ৬ টা পর্যন্ত দুইদিন শরীয়তপুর-চাদপুর ফেরিঘাটে ফেরি সার্ভিস বন্ধ রাখার ঘোষনা দিয়েছে ঘাট কতৃপক্ষ।

২৩ মে (মঙ্গলবার)ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (অঃপ্রঃপ্রঃ, সওজ) খান মোঃ কামরুল আহসান

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে একটি লিখিত ডকুমেন্টারির মাধ্যমে একটি বার্তা দেন।

লিখিত ডকুমেন্টে বলা হযেছে,

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন মোস্তফাপুর-মাদারীপুর শরীয়তপুর (মনোহর বাজার)- ইব্রাহিমপুর-হরিনা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক

( R-860)-এর ৫৩-তম কিলোমিটারে শরীয়তপুর জেলায় “ওয়েস্টার্ণ বাংলাদেশ বিজ ইমপ্লভমেন্ট প্রজেক্ট” শীর্ষক প্রকল্পের আওতায়

পুরাতন জরাজীর্ণ বালারবাজার বেইলী সেতুর পার্শ্বে নূতন সেতু নির্মাণাধীন রয়েছে।

সড়কে বিদ্যমান বেইলী সেতুটি ডাইভারসন সড়কের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বর্তমানে নতুন সেতুর কাজ সম্পন্ন করা হলেও সেতুর সংযোগ সড়কের কাজ চলমান রয়েছে।

সংযোগ সড়ক নির্মাণকালীন সময় সড়কে যানবাহন চলাচল স্বাভাবীক রাখার জন্য বেইলী সেতুটি মেরামত/সংস্কার করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

উল্লেখ্য যে, বেইলী সেতুতে যানবাহন চলাচল সচল রেখে সংস্কারকাজ করা সম্ভব নয়। এপ্রেক্ষিতে,

আগামী ২ জুন (শুক্রবার) দিবাগত রাত ১২:০০ টা হতে ৪ জুন (রোববার) সকাল ০৬:০০ টা পর্যন্ত সড়কের বালারবাজার সেতুর অংশে যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।

তাই শরীয়তপুর-চাঁদপুর ফেরী দিয়ে চলাচলকারী যানবাহনের চলাচলের জন্য উক্ত সেতুর অংশ পার হওয়ার বিকল্প রাস্তা না থাকায়

সেতুর দুই পার্শ্বে যানবাহনের জটলা তৈরী হতে পারে ও জনভোগান্তি হতে পারে। তাই উক্ত সময় ফেরী চলাচল বন্ধ রাখলে যানবাহনের জ্যাম হবে না।

ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া জানান,

আমরা বালার বাজারের বেইলি সেতুটি মেরামত করবো।

কারন পাশে যেই ওয়েস্টার্ন সেতুটি নির্মাণ হচ্ছে। সেটিতে এখনো সংযোগ সড়ক নির্মান করা বাকি আছে।

তাই আগামি জুন মাসের ২ তারিখ রাত ১২ টা হতে ৪ জুন সকাল ৬ টা পর্যন্ত রুটে যান চলাচল করতে ব্যহত হবে

তাই আমরা আগেই প্রচারের জন্য গণমাধ্যমৈ জানিয়ে দিচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন,

যেহেতু মহাসড়ের বালার হাটের বেইলি সেতুটি মেরামত করার সিদ্ধান্ত নিয়েছে সওজ বিভাগ।

২ জুন থেকে ৪ জুন পর্যন্ত এমনিতেও দুরপাল্লার পরিবহন চাদঁপুর যেতে পারবে না। ট্রাক ড্রাইভারদের আমরা এক সপ্তাহ আগে থেকে বলে দিচ্ছি।

আপনাদের গণমাধ্যমকেও জানিয়ে দিচ্ছি প্রচারের জন্য।

আজকে ফেরি ঘাটে একটি সাইনবোর্ড টাংগিয়ে দিবো যে আগামি ২ জুন শুক্রুবার থেকে রোববার ফেরি বন্ধ থাকবে।

 

এনএএন টিভি


One Reply to “দুইদিন বন্ধ থাকবে শরীয়তপুর-চাদঁপুর ফেরিঘাট”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।