ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত    আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৬    আবারও অধিনায়ক হিসেবে বাবরকে বেছে নিল পিসিবি    ভারতের কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, নিহত ১০    রংপুর বিভাগীয় আওয়ামী লীগের মতবিনিময় সভা কাল

কোরবানির জন্য চাহিদার চেয়ে ৬০ হাজার বেশি পশু প্রস্তুত করছেন ঝিনাইদহের খামারিরা ।

তাই বাজার ধরতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত তারা। তবে গো-খাদ্যের দামের ঊর্ধ্বগতিতে এবার খরচও বেশি বলে অভিযোগ তাদের।

কিছুদিন পরই কোরবানির পশু কেনাবেচা শুরু হবে। তাই বাজার ধরতে গরুর যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের খামারিরা।

তারা বলছেন, জেলায় অন্যান্য বছর বিদেশি ও শংকর জাতের গরু থাকলেও দাম ভালো না পেয়ে এবার দেশি জাতের গরু পালন করছেন।

এক্ষেত্রে গরুকে খাবার হিসেবে কাঁচা ঘাস, খৈল, ভুট্টা এবং ধানের কুড়াসহ প্রাকৃতিক খাবার খাওয়ানো হচ্ছে।

তবে পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ অনেক বেড়েছে।

এক খামারি বলেন, কোরবানির বাজার ধরবো, তাই এখন থেকেই গরুর পরিচর্যা করছি। কিন্তু গরুর ও গরুর খাবারের দাম বেশি।

তাছাড়া বাজারে তো সব কিছুর দামই বেশি। এতে করে খামারিদের জন্য ব্যবসা চালিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে।

তাই ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশে কঠোর নজরদারির দাবি করে আরেকজন খামারি বলেন,

যদি সরকার কোরবানির পশু আমদানি করে তাহলে শুধু আমি না, সারা দেশের পশু ব্যবসায়ীরা বিরাট লোকসানের মুখে পড়বে।

এদিকে স্বাস্থ্যসম্মতভাবে পশু পালন ও বাজারজাতে খামারিদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার সরকার।

তিনি বলেন, আমরা গরুকে দানাদার খাদ্য ও কাঁচা ঘাস খাওয়ানোর পরামর্শ দিয়ে যাচ্ছি।

পাশাপাশি গরুকে ভিটামিনও খাওয়াতে বলছি খামারিদের।

তবে কারও কথায় গরুকে নিষিদ্ধ কোনো কেমিক্যাল ও হরমোনের কোনো ওষুধ খাওয়াতে কঠোরভাবে নিষেধ করছি।

তাছাড়া গরুকে ভালো খাদ্য কীভাবে খাওয়াবে ও কীভাবে মান সম্মত মাংস উৎপাদন করবে, সে বিষয়ে আমরা খামারিদের পরামর্শ দিয়ে যাচ্ছি।

জেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, চলতি বছর জেলায় ২ লাখ ৪ হাজার ৯২৮টি কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে।

এর মধ্যে জেলার চাহিদা মিটিয়ে বাড়তি প্রায় ৬০ হাজার পশু ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “ঝিনাইদহের খামারিরা চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত করছেন”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।