ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   সাগরে পড়ল রুশ সামরিক উড়োজাহাজ    চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাত–পা কাটা পড়ল যুবকের    দখল আর দূষণে অস্তিত্ব সংকটে ‘প্রাণ সায়ের খাল’    এখনই তৈমুর ছোট ভাইয়ের ওপর খবরদারি করে, বললেন কারিনা    নকলায় অটোচুরির গডফাদার আলাল উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার    আখের রস দিয়ে গুড় তৈরি করে লাভবান হচ্ছে পাঠাকাটার কৃষকরা    বৈসাবী ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা    বাংলাদেশি পণ্যের রপ্তানি কমছে ভারতে    টাইটানিকের সেই দরজা রেকর্ড গড়লো, বেশি দামে বিক্রি হওয়ায়    নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল

গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা চলাকালে হঠাৎ বজ্রপাতে তামজিদ আহমেদ (২০) নামের এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে তামজিদ মারাত্মক আহত হলে দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকলাকোদিন গ্রামের ইমাম আলীর ছেলে।

তিনি ঢাকার ধানমণ্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির নিয়মিত খেলোয়াড় ছিলেন।

একাডেমির সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান,

গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির বিপক্ষে তিন দিনের

একটি প্রীতি ম্যাচের দ্বিতীয় দিনে তার দল ধানমণ্ডি ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল।

ঘটনার সময় তার দল ফিল্ডিং করছিল। ফিল্ডার তামজিদের পাশেই বজ্রপাতের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির ব্যাটার লিপ্টন সিকদার বলেন, ‘ঘটনার সময় আমি ব্যাট করছিলাম।

আমার ৩০ গজ সামনেই ফিল্ডিং করছিলেন তামজিদ। হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত তামজিদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তা হাসপাতালে তামজিদের মরদেহের পাশেই অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন।’

এ ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ,

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দনসহ ক্রিড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান।

 

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।