ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

নরসিংদীর রায়পুরার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামে বড় ভাই জসিম উদ্দিন পৈতৃক সম্পত্তি নিয়ে মহিউদ্দিন সহ তার আপন ছোট ভাইদের বিরুদ্ধে হয়রানীমুলক মিথ্যা মামলা

দায়ের করায় সংবাদ সম্মেলনে মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী শাস্তি দাবী করে বক্তারা বলেন, 

‘নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের বড় ভাই জসিম উদ্দিন (৬০)

পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তারই তিন ছোট ভাই মহি উদ্দিন (৩৫), রফিক মিয়া (৩৮)

ও জামাল উদ্দিন (৩৩)এর উপর মিথ্যা অভিযোগে নরসিংদী আদালতে সম্পূর্ণ হয়রানীমুলক  মিথ্যা তথ্য দিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

এদিকে, জসিম উদ্দিন আপন ভাইদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন হয়রানী মুলক মিথ্যা মামলা দায়ের করায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

জসিম উদ্দিনের অভিযোগ সূত্রে জানা যায়,

‘গত বছরের ০৬ জুলাই দুপুরে মাঝেরচর নৌকা ঘাটে জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মেঘনায় ফেলে দেয়।

পরে কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়ে ভালো করে।’

এছাড়াও চলতি বছরের ০৩ মে সন্ধ্যায় তার বাড়িতে নির্মাণাধীন ভবনের জন্য রড সিমেন্ট কেনার টাকা নিয়ে বাড়িতে আসার পথে বাড়ির সামনে নৌকা ঘাটে নামলে তার আপন

ছোটো ভাইসহ অজ্ঞাত কয়েকজন নিয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তার সাথে টাকা ছিনতাই করে বলে অভিযোগ করেন।

জসিম উদ্দিনের দায়েরকৃত অভিযোগের বিষয়গুলোর সত্যতা জানতে অভিযুক্ত মহিউদ্দিনের বাড়িতে গেলে সেখানে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য এবং অভিযুক্ত সহ

অন্যান্যরা এ সকল ঘটনা শুনে অসত্য, মিথ্যা ও বানোয়াট হয়রানীমুলক বলে মন্তব্য করে জানায়,

‘অভিযোগকারী জসিম একজন দুষ্টু প্রকৃতির লোক। তার বিরুদ্ধে এলাকায় অনেক অপকর্মের কথা রয়েছে।

অপরদিকে, তার ছোট ভাইগুলো খুবই শান্ত প্রকৃতির লোক বলে মন্তব্য করেন।’

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী মহিউদ্দিন বলেন,

‘পৈতৃক সম্পত্তি নিয়ে জসিম উদ্দিন তাকে সহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

 তার বড় ভাই জসিমের সাথে তার কোনো প্রকার ঝগড়া বা অভিযোগে উল্লেখিত এমন কোনো ঘটনা ঘটেনি।

সে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন মিথ্যা অভিযোগ করেছে। তার সাথে জমি নিয়ে কিছু সমস্যা আছে।

সামাজিকভাবে তিনি না মানলে আমি আইনের আশ্রয় নিলে ভবনটির নির্মান কাজ বন্ধ রাখতে পুলিশ নির্দেশনা দেয়।

কিন্তু তিনি আইনী বাঁধাকে উপেক্ষা করেই অন্য মিস্ত্রী দিয়ে বাড়ির নির্মান কাজ করাচ্ছেন। শেষে তিনি প্রশাসনের নিকট সকল ঘটনার সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে বিচার দাবী করেন।’

চাঁনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সাবেক সদস্য পন্ডিত মেম্বার বলেন,

জসিমের সাথে মহি উদ্দিনের এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা। আজ পর্যন্ত মহিউদ্দিনের নামে আমরা কোনো এমন খবর শুনিনি।

স্থানীয় গ্রাম পুলিশ মতি মিয়া জানায়, মহিউদ্দিন ভাই কখনো এমন কাজ করতে পারেনা। সে এমন লোকই না।

নৌকা ঘাটের সামনে মারামারির বিষয়ে জানতে চাইলে উক্ত ঘাটের মাঝি মিজানুর রহমান জানান,

এই ঘাটে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি। আমি এখানে অনেক দিন যাবত নৌকা চালায়, এমন কিছু ঘটলে অবশ্যই জানতাম।

এছাড়াও জসিম উদ্দিনের করা অভিযোগে উল্লেখিত স্বাক্ষী তার মামা সিরাজ মিয়া বলেন,

‘আমাকে জড়িয়ে যে ঘটনা উল্লেখ করা হয়েছে আমি তার কিছুই জানিনা। এমনকি সে কি কারনে আমাকে এখানে স্বাক্ষী হিসেবে রেখেছে তাও জানিনা।

জসিম উদ্দিন আমার সাথে কোনো কিছু না বলে কোনো অনুমতি না নিয়েই আমাকে এখানে স্বাক্ষী রেখেছে।

আমার জানামতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এগুলো সব মিথ্যা কথা। তাদের মধ্যে কোনো ধরণের মারামারি ঘটেনি। বা তাকে কেও পানিতে ফেলে দিছে বলেও শুনিনি।’

ভবনটির নির্মাণ শ্রমিক খলিল মিয়া জানায়,

‘আজ থেকে প্রায় দু’মাস আগেই এ ভবনের নির্মাণ কাজ পুলিশী বাঁধার কারনে বন্ধ হয়ে যায়। পরে জসিম উদ্দিন তাদের বাদ দিয়ে অন্য মিস্ত্রী দিয়ে ৩ দিন আগে কিছু কাজ করিয়েছে। 

জসিম উদ্দিন এর স্ত্রী জানান তিনি আমাদের কথা শুনে না তার মন মত চলেন। আমাদের সাথে কোন পরামশ করে না।

এ বিষয়ে অভিযোগকারী জসিম উদ্দিন এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে

জসিম উদ্দিনের মা ও মেয়ে জসিম উদ্দিন কোথায় আছে জানেন না বলে জানান। ফলে এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএএন টিভি


One Reply to “বড় ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ে সংবাদ সম্মেলন ছোটো ভাইদের”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।