ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার

নওগাঁয় মহাদেবপুর উপজেলার (নওগাঁ-রাজশাহী মহাসড়কের) বাগাচারা নামক স্থানে

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো-

সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৪৫),

সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে নাজমুল হক (২২),

সিরাজগঞ্জ সদরের শাতিকাবাড়ী এলাকার জব্বার চৌধুররীর ছেলে তানভির রহমান (৪২) এবং অজ্ঞাতনামা একজন (৩৫)।

নওগাঁ ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান,

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দুপুর দেড়টায় ঘটনাস্থল আসি। এসে দেখি সিএনজিটি দুমড়ে মুচড়ে আছে। পরে একে একে সিএনজির ভিতর থেকে সিএনজির চালকসহ ৪ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নওগাঁ থেকে ট্রাকটি মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে নওগাঁ অভিমুখে আসা একটি যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে সিএনজির চালকসহ চার যাত্রী নিহত হয়।

এ ঘটনায় গুরুত্বর আহতাবস্থায় সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী এলাকার রাকিবুল হাসান নামের একজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, নিহত চারজনের মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পর্যন্ত নিহতদের স্বজনরা এসে পৌছায়নি।

এজন্য সিরাজগঞ্জ থেকে নিহতরা কেন নওগাঁর মহাদেবপুরে এসেছিলো সে সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

তিনি বলেন, দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটি বর্তমানে মহাদেবপুর থানা হেফাজতে আছে।

তবে দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।