মালয়েশিয়ায় আগুনে নিহত দুই বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ায় সংবাদ প্রচার হওয়ার পর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের মিনিস্টার লেবার নাজমুছ সাদাত সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামে একটি ছাপাখানায় এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সোয়া ৪টার সময় অগ্নিকাণ্ডের বিষয়ে ফোন পাওয়ার পর চারটি স্টেশন থেকে ২৩ ফায়ার সদস্য ও ১৩ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে যান।
নিহতরা হলেন— ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ী গ্রামের বোরক আলীর ছেলে লিটন (৩৪)
ও পাবনার সুজানগরের পারঘোরাধা গ্রামের মো. কোরবান মোণ্ণআর ছেলে মোরাদ আলী মোল্লা (৩৪)।
এদিকে দগ্ধ চার বাংলাদেশি শ্রমিকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
কারণ এখনো দগ্ধদের আইসিইউতে চিকিৎসা চলছে। তবে তাদের যথাযথ চিকিৎসার জন্য
পুলিশ ও হাসপাতাল উভয়ের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানান মিনিস্টার লেবার।
শুক্রবার সকালে হাইকমিশনের প্রতিনিধি দল সারডাং হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন কল্যাণ সহকারী (লেবার) জাহাঙ্গীর আলম।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় ছয় বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন।
পরে তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান।
আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে। নিহত দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবিপিএম অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেছেন,
ছাপাখানাটির আকার ৬০ বাই ৮০ বর্গফুট। দমকলকর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
বিস্তারিত জানতে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন :
- ঘূর্ণিঝড় বিপর্যয়ের আঘাতে লণ্ডভণ্ড গুজরাট
- ৫০০ সাবস্ক্রাইবারেই করা যাবে ইউটিউব মনিটাইজেশন আবেদন
- সাত মাসের অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী; ডিএনএ টেস্ট নির্ধারণ করবে বাবা
- ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর
- বিশ্ব ব্যবস্থার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর
- বাড্ডায় স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার: তিন দিনের রিমান্ডে স্বামী
- জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের প্রাণহানি
- নরসিংদীতে উন্মুক্ত প্রস্তাবিত বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত
Comments are closed.