পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে গিয়ে কারাগারে গেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
রোববার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে ইশরাককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার আইনজীবীরা জানান, নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। রোববার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তিনি জামিন বাড়ানোর আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন ও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।