নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী সালমা আক্তারকে শ্বাসরোধে হত্যা পর পুকুরের পানিতে ফেলে দেয় স্বামী রূপচাঁন। সকালে উপজেলার ভট্টপুর এলাকায় পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সে তাজপুর গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার মেয়ে।
নিহতের ছেলে আব্দুল্লাহ আরবান জানান, বাবা এক নারী সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় জরিয়ের পরে। এতে বাধা দিলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মাকে মারধর করতো বাবা। রাতে এনিয়ে তাদের মধ্যে কথাকাটা হয়। সবাই ঘুমিয়ে পড়লে রাতে কোন এক সময় শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে পুকুরে লাশ নিয়ে ফেলে দেয়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।