ট্যালি সলিউশনের ‘এমএসএমই সম্মাননা’র চতুর্থ আসরের মনোনয়ন

বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার সরবরাহকারী আর্ন্তজাতিক প্রতিষ্ঠান ট্যালি সলিউশন চতুর্থবারের মতো তাদের ‘এমএসএমই সম্মাননা’ অনুষ্ঠানের মনোনয়ন পর্ব শুরু করেছে। বিশ্বব্যাপী এমএসএমই ইকোসিস্টেমে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী উদীয়মান ব্যবসায় ও উদ্যোক্তাদের স্বীকৃতি প্রদান করার উদ্দেশ্যে বার্ষিক ভিত্তিতে এই ফ্ল্যাগশিপ অনুষ্ঠানটি আয়োজন করে ট্যালি সলিউশন।

গত তিন আসরে ‘এমএসএমই সম্মাননা’ অনুষ্ঠানে বিশ্বব্যাপী ৮ হাজার ব্যবসা ও উদ্যোক্তারা মনোনয়ন পেয়েছে। এবার চতুর্থ আসরে পাঁচটি ক্যাটাগরিতে দেশের ৫০০ ব্যবসা প্রতিষ্ঠান মনোনয়ন জমা দিবে বলে আশা করা হচ্ছে। আগামী ২৭ জুন আন্তর্জাতিক এমএসএমই দিবসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য (মেনা) এবং কেনিয়া থেকে বিভিন্ন অংশগ্রহণকারীদের সেখানে আমন্ত্রণ জানানো হবে। ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তিরা আগামী ১০ জুনের মধ্যে মনোনয়ন জমা দিতে পারবেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের কাজগুলোর পাশাপাশি এমএসএমই’র বৈচিত্র ও ইতিবাচক প্রভাব সবার সামনে তুলে ধরা হবে। এই বছর পাঁচটি বিভাগে ‘এমএসএমই সম্মাননা’ অনুষ্ঠিত হবে। বিভাগগুলো হলো- বিজনেস মায়েস্ত্রো, ওয়ান্ডার উইমেন, চ্যাম্পিয়ন অব কজ, নিউজেন আইকন এবং টেক ট্রান্সফর্মার।

বিজনেস মায়েস্ত্র বিভাগে ব্যবসায় স্থায়ীভাবে লাভবান হতে যেসব অভিজ্ঞ পেশাদাররা ব্যবসা পরিচালনায় দক্ষতা দেখিয়েছে ও সহনশীলতার মাধ্যমে এগিয়ে চলেছেন তারা এই বিভাগের মাধ্যমে তাদের কাজের স্বীকৃতি পাবেন। এ সম্মাননা নতুন উচ্চাকাঙ্ক্ষী/উদীয়মান উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী যাত্রায় ভুমিকা রাখবে।

ওয়ান্ডার উইমেন বিভাগে সেসব নারীদের স্বীকৃতি দেওয়া হবে যারা নানা চ্যালেঞ্জ অতিক্রম করে ব্যবসা প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। এর উদ্দেশ্য অন্যান্য নারীদের অনুপ্রাণিত করা। চ্যাম্পিয়ন অব কজ বিভাগে পৃথিবীর কল্যাণে ভূমিকা পালনকারী ব্যবসাগুলোকে স্বীকৃতি দেওয়া।

নিউজেন আইকন বিভাগে পুরনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে নতুন সমাধান খোঁজা ও প্রবৃদ্ধির জন্য নতুন পথ তৈরিতে স্টার্টআপগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। টেক ট্রান্সফর্মার বিভাগে প্রযুক্তিগত অগ্রগতি কাজে লাগিয়ে দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করতে ও এর কার্যকারিতা বাড়াতে ডিজিটাল সরঞ্জামগুলো ব্যবহারকারীদের স্বীকৃতি দেওয়া হবে।

এনএএন টিভি