চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্ধিত সম্প্রদায়ে জলবায়ু পরিবর্তন প্রকল্প খরা (ECCCP-খরা) এর অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ জুন) ২০২৪ সকাল দশটায় রহনপুর কমিউনিটি সেন্টারে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার( রিক) গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় কর্মশালা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামিউল আলম(শ্যামল) গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জামালউদ্দিন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)হাবিবুর রহমান, আলাউদ্দিন মহাব্যবস্থাপক- প্রকল্প রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার( রিক), আব্দুল আজীম জোনাল ম্যানেজার রাজশাহী জোন,গাফফার এরিয়া ম্যানেজার চাঁপাইনবাবগঞ্জ,সামিউর রহমান প্রজেক্ট কোডিনেটর( Eeecp- Drought), রায়হান আলী ব্রাঞ্চ ম্যানেজার রহনপুর প্রমূখ।
অবহিত করন কর্মশালায় জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরা হয়।
এনএএন টিভি / সিফাত রানা