ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মশাল মিছিল

এনসিটিবি কর্তৃক নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পেছনের প্রচ্ছদ থেকে “আদিবাসী” শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করার প্রতিবাদে ঢাকায় “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা” ব্যানারে আয়োজিত এনসিটিবি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পরিকল্পিতভাবে “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক সংগঠনের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ সভা ও মশাল মিছিল করেছে বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ।

বুধবার রাতে য়ংড বৌদ্ধ বিহারের সামনে থেকে মশাল মিছিলটি খাগড়ছড়ি শাফলা চত্বরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে একি জায়গায় এসে শেষ হয় মিছিলটি।

পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তরা বলেন ঢাকায় আদিবাসী ছাত্রদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবী জানান ।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার