ঈদগড়-ঈদগাঁও সড়কে ব্যারিকেট দিয়ে ডাকাতি ও মোটরসাইকেল ছিনতাই

ঈদগড়ের সাংবাদিক জাফর আলম জুয়েল এর নগদ টাকা,মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র লুট পাশাপাশি ড্রাইভ করে আসা মোটরসাইকেলটি ও নিয়ে যায় ডাকাত দলরা।

জানা যায়, ১৪ জানুয়ারী রাত ১০টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় পৌঁছলে সড়কে আগে থেকে উৎপেতে থাকা ডাকাত দলের সদস্যরা কাটা গাছ ফেলে গতিরোধ করে। পরে পার্শ্ববর্তী বনজঙ্গলে নিয়ে গিয়ে নগদ টাকা,এন্ড্রয়েড মোবাইল নিয়ে ফেলে।
এসময় আরেকটি মোটরসাইকেল আসলে চালক সোহেলকে মারধর করে একই কায়দায় ডাকাত দলের সদস্যরা সবকিছু ছিনিয়ে নিয়ে তাঁর বাইকটিও নিয়ে যায়। এদিকে খবর পেয়ে ঈদগড়ের জনসাধারণ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও গাড়ি দুটির কোন ধরনের সন্ধান পায়নি। জাফর দৈনিক সৈকতের ঈদগড় প্রতিনিধি হিসেবে কর্ম রত।

ঈদগড়-ঈদগাঁও সড়কের ডাকাতি, অপহরণ বন্ধ না হওয়ায় সড়কে চলাচলকারী জনসাধারণ চরম অসন্তোষ প্রকাশ করেন। একইসাথে জনসাধারণ সড়কের এই অভিশাপ থেকে মুক্তি পেতে রাষ্ট্র কর্তৃপক্ষের জরুরি আশু হস্তক্ষেপ কামনা করেন।

এনএএন টিভি / আবু হেনা সাগর