চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নারী ফুটবল দলের প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট সোলেমান ডিগ্রী কলেজ মাঠে জমকালো জাতীয় নারী ফুটবল প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় যে দল দুটি অংশগ্রহণ করেন রংপুর ফুটবল একাডেমি বনাম ঠাকুরগাঁও প্রমিলা ফুটবল একাডেমি ।
কানসাট ইউনিয়ন যুব সংঘের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী নাইমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রীতিম্যাচে প্রধান অতিথি ছিলেন, নয়ালাভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিমা রেজা।
কানসাট ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সভাপতি মাসুদ রানা টমাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারি (শহিদ মিঞা), মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) সহ অন্যরা।
খেলায় নির্ধারিত সময়ে রংপুর ফুটবল একাডেমি বনাম ঠাকুরগাঁও প্রমিলা ফুটবল একাডেমি ১/১ করে খেলাটি সমতায় হওয়ায় অসম্পূর্ণ রেখেই শেষ করেন খেলা পরিচালনা কমিটি।
এনএএন টিভি / মোঃ আহসান হাবীব