ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   পাইকগাছায় ৭০ বছরের মানসিক প্রতিবন্ধী গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা    নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন    কিশোরগঞ্জে ৫তলা ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু    লামায় আগুনে পুড়ল চাম্পাতলী বৌদ্ধ বিহার    ঐতিহাসিক মুজিবনগর দিবসে মৌলভীবাজারে আলোচনাসভা অনুষ্ঠিত    স‌র্বোচ্চ তাপদাহ চুয়াডাঙ্গায় ট্রেনের ইঞ্জিন বিকল, প্রচন্ড গরমে যাত্রীদের দুর্ভোগ    দে‌শের স‌র্বোচ্চ ৪০ দশমিক ৭ ডিগ্রি তাপদা‌হে পুড়ছে চুয়াডাঙ্গা    পাইকগাছায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত    কৃষি জমির সঠিক ব্যবহার করতে পারলে অভাব থাকবে না — মোঃ রশীদুজ্জামান এমপি    নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত    খাগড়াছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত    ছাত্রলীগ সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ভাইরাল, কমিটি বিলুপ্ত    পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ    কারাবন্দি থেকে এবার গৃহবন্দি সু চি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের অবরোধ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে অবরোধ স্থগিত করেন ছাত্রলীগের ছয় উপপক্ষের নেতাকর্মীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে সোমবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এ ছাড়া অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে দেওয়ায় দিনভর বন্ধ ছিল। অবরোধের কারণে এদিন অন্তত ৯টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের উপপক্ষ ‘রেড সিগন্যাল’ গ্রুপের নেতা ও ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার বলেন, ‘আমাদের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের নির্দেশে চলমান অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।’

বিজয় গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র মোদক বলেন, ‘চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছি। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও প্রক্টরিয়াল বডির প্রতি সম্মান রেখে আন্দোলন থেকে সরে এসেছি।’

প্রথম থেকে কমিটি বর্ধিত করার দাবি জানিয়ে আসছি উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা দাবি না মানলে পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হব।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।