কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে নূর হাবিব (৪২) নামে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে কয়েকজন দুষ্কৃতকারীরা।সোমবার (০৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বালুখালী ক্যাম্প-৯-এর ব্লক-সি/০৬ তে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত নূর হাবিব ক্যাম্প-৯-এর নূর আবদুলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের উপ-অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বী বলেন, ‘অস্ত্রধারী কয়েক দুষ্কৃতকারী রাত সাড়ে ১২টার দিকে এফসিএন-১১৮৭১৬-এর শেল্টারে ঢুকে নূর হাবিবকে বুকে ও পিঠে গুলি করে। খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত নূর হাবিবকে আইওএমের হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করার পাশাপাশি তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
One Reply to “উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে হত্যা”
Comments are closed.