চট্টগ্রামে একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জেলার সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার নেমসন কনটেইনার ডিপোর সামনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপর দুপুর ২টা পর্যন্ত প্রায় চার ঘণ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তুলার গোডাউনটিতে আগুন লাগে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি অগ্নিনির্বাপন ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখনো কাজ চলছে।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবদুল হামিদ মিয়া দুপুর ২টার দিকে সংবাদ মাধ্যমকে জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। গোডাউনটি অনেক বড়। প্রায় চল্লিশ হাজার বর্গফুট আয়তনের। ভেতরে তুলাসহ বিভিন্ন জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। একদিকে নেভালে অন্যদিকে আবার আগুন ছড়িয়ে পড়ছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগবে।
এছাড়া, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানা গেছে তবে আগুন লাগার কারণ সুস্পষ্ট নয়।