রাজশাহী জেলা বিএনপি দলীয় আহবায়ক আবু সাঈদ চাঁদ এর বিরুদ্ধে ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
মামলাটি দায়ের করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন,
‘বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানি ঘটার আশঙ্কা রয়েছে।
এছাড়া, আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মী বর্তমানে আতংকের মধ্যে রয়েছে। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় তা মানহানি হয়েছে।
অ্যাডভোকেটা জাহিদ ব্যাপারী জানান,
‘গত ১৯ মে রাজশাহীর পুটিয়া থানা এলাকায় জনসভায় ঐ জেলার মহানগর বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়।
এই বক্তব্যের অপরাধে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক আজ স্বশরীরে উপস্থিত হয়ে মামলা রুজু করেন।
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক তরুন বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য কোতয়ালী থানাকে নির্দেশ দেন।’
মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংঘঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
- রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
- জাপানের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
- কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- পেঁয়াজের আমদানি বন্ধ রেখেছে সরকার
- ভিনিসিয়ুসের অসময়ে পাশে দাঁড়ালেন পেলে
- অস্থির হয়ে ওঠেছে দেশের গরম মসলার বাজার ঈদের আগেই
- কিউইএফ-এ যোগ দিতে কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- নওগাঁয় ধানবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
- রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি আজ
- নীল শাড়িতে অনুরাগীদের মুগ্ধ করলেন সানিয়া মির্জা!
One Reply to “ফরিদপুরে বিএনপি নেতা চাঁদ’র বিরুদ্ধে মামলা”
Comments are closed.