বানিয়াচংয়ে উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতিতে এপ্রিল মাসেই দাঙ্গায় ৬ জন নিহত হওয়ার পর
ফের দুপক্ষের সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে মঈনুল ইসলাম (২৫) নামের যুবক নিহত হয়েছেন।
আহত হয়েছেন ১০ জন।
সোমবার বিকালে উপজেলার ১৩ নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এদিকে একের পর এক খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে।
জানা যায়, তাজুল ইসলাম জনসাধারণের চলাচলের রাস্তায় একটি স্যানেটারি ল্যাট্রিন বসা নিয়ে
তার আপন ভাই নুরুল ইসলাম প্রতিবাদী হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
এতে মঈনুল বুকে টেঁটাবিদ্ধ হলে তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে রাত ৩ টার দিকে মারা যান তিনি।
এদিকে আহতরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন জানান,
ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
গত এক মাসে বানিয়াচংয়ে ৭ জন হত্যার শিকার হলেন।
আরও পড়ুন :
- কাতার ইকোনমিক ফোরামে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- পেঁয়াজের আমদানি বন্ধ রেখেছে সরকার
- অস্থির হয়ে ওঠেছে দেশের গরম মসলার বাজার
- ভিনিসিয়ুসের অসময়ে পাশে দাঁড়ালেন পেলে
- দীর্ঘদিনের বান্ধবী লরেন সানতেজের সঙ্গে জেফ বেজোসের বাগদান
- নীল শাড়িতে অনুরাগীদের মুগ্ধ করলেন সানিয়া মির্জা!
- আবারও করোনাতে আক্রান্ত হলেন মির্জা ফখরুল
- মোদির পা ছুঁয়ে নজর কাড়লেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী