বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় রামপুরা থানায় দায়ের করা মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২৪ মে) মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত নতুন তারিখ ধার্য করেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি জানিয়েছেন।
এর আগে, গত ১৬ এপ্রিল ডিবি পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নূর উদ্দিন রানার দেওয়া নারাজি আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আদালত নারাজির আবেদন গ্রহণ করেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় নিহত ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন।
মামলার পর ওই বছরের ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়।
এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১৬ নভেম্বর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতার আদালত তার জামিন মঞ্জুর করেন।
এরপর গত ১০ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
তদন্ত শেষে গত ৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
আরও পড়ুন :
- বাংলাদেশে সফরে আসছেন চীনের ভাইস মিনিস্টার
- শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত; অভিনেতা নীতেশ’র মৃত্যু
- দিনাজপুরে লিচু খেয়ে ছয় শিশু শিক্ষার্থী অসুস্থ
- বজ্রপাতে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিস্ফোরণ; শিক্ষক ও চার ছাত্রী আহত
- অসুস্থ মাকে দেখতে গিয়ে ট্রাক-ভ্যান দুর্ঘটনায় ছেলের মৃত্যু
- ফৌজদারি মামলা করতে পারবে বিজিবি
- শর্তসাপেক্ষে পাকিস্তানের হাইব্রিড মডেলে রাজি ভারত
- জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন অতিরিক্ত সচিব
- ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে কমে যাবে দাম
- ফুলপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
One Reply to “বুয়েট ছাত্র ফারদিন হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন পেছাল”
Comments are closed.