শিল্পপতি সোহাগ অপহরণ অপরাধীদের ধরতে ডিসি এসপি কে চেম্বার অব কমার্সের স্বারক লিপি

নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত শিল্পপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মোঃ সোহাগ এর অপহরণ বিষয়ে অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্বারক লিপি দিয়েছেন ।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন যে, নারায়ণগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ ইং মেয়াদের নির্বাচিত পরিচালক জনাব মোঃ সোহাগ গত ০১ জুন ২০২৫ ইং, রবিবার, ব্যবসায়িক কাজে ঢাকা সচিবলায় থেকে রাত ১১ টার দিকে তার ব্যাক্তিগত গাড়িতে করে নারায়ণগঞ্জে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে তাকে অপহরণ করা হয়। পরের দিন ২ জুন, ২০২৫ ইং তারিখ সোমবার দুপুরে তাকে পটুয়াখলীর পায়রাকুজ ফেরিঘাট এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এখানে উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে অনেক চেকপোষ্ট রয়েছে। একটি চেকপোষ্টেও ঘটনাটি ধরা পড়েনি। বিষয়টি সচেতন মহলে বিশেষ ভাবে আলোচিত হচ্ছে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দায়িত্বশীল পরিচালক ও একজন ব্যবসায়ী নেতৃবৃন্দের এ ধরনের অপহরণ শুধু ব্যক্তি হিসেবে নয় বরং ব্যবসায়ী সমাজ এবং সমগ্র নারায়ণগঞ্জের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় ধরনের প্রশ্ন আসে। যদিও এই বিষয়ে সোহাগ সাহেবের পরিবারের পক্ষ থেকে গত ৩ জুন, ২০২৫ ইং তারিখে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত ও গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ সহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকবৃন্দ ও সকল ব্যবসায়ী সমাজের নিরাপত্তার জন্য জোড়ালো অনুরোধ জানাচ্ছি।নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীদের পক্ষে আবেদন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্বারক লিপি দিয়েছেন সোহান আহাম্মেদ বাবু’র নেতৃত্বে একদল ব‍্যবসায়ী নেতা শুক্রবার সকালে।

এনএএন টিভি / সাগর খান