ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

নওগাঁয় জাতীয়ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ২৫টি ইভেন্টে ৩৫ জন নৃত্য শিল্পীকে সন্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখা এই সন্মাননা প্রদান করে। বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অঅয়োজিত এ অনুষ্ঠাসে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা কমিটির সভাপতি বিশি,ষ্ট নৃত্য শিল্পী মোরশেদা বেগম শিল্পী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ কায়েস উদ্দিন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্য্ডা. ডি এম আব্দুল বারীূ, আবৃত্তি পরিষদের সাধারন সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা কমিটির সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক লিজা সুলতান, সদস্য আরিফ উদ্দিন আরিফসহ অন্যরা। পরে অনুষ্ঠানে নৃত্য রঙ একাডেমী, নৃত্যাঞ্জলী একাডেমী এবং নৃত্য নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে।

উল্লেখ্য অতি সম্প্রতি বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র যৌথ আয়োজিত ঢাকায় অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতায় দলীয়ভাবে ৬টি গ্রুপ শ্রেষ্ঠত্ব অর্জনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৫টি পুরস্কার লাভ করে নওগাঁ জেলা শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।