ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড    ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের ফিচার    মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রী!    শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন    দৈনিক উপার্জন ওরির ৫০ লাখ রুপি    ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত, জন্মের তিন বছর পর    ভাবীর পরকীয়া প্রেম জেনে যাওয়ায় দেবরকে হত্যা    ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর    নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে; কেন্দ্রে ক্ষমতায় যাচ্ছে কারা, নির্ধারণ হবে আজ    মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮ জন    রাহুল গান্ধীর বয়সের সমান আসন পাবে না কংগ্রেস –দাবি নরেন্দ্র মোদির    বলোগনা ৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরল    চুয়াডাঙ্গায় চেতনানাশক ওষুধ খাইয়ে পা‌খিভ্যান ছিনতাই    জিপিএ-৫ পেলেন ৪০ দিন আগে মারা যাওয়া তানাজ

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের সদস্যদে ওপর সন্ত্রাসী হামলা, আসবাপত্র ভাঙচুর, নগদ টাকা ও সোনার গহনা লুট এবং তাদের ভয়ে বাড়ীতে যেতে না পাড়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী রুহল আমিন ও বাবুল মিয়ার লোকজনের বিরুদ্ধে।

রবিবার (২১ মে) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

এরপর ভুক্তভোগী রুজিনা বেগম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন। পরে এ এস আই মনজুরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী রুজিনা বেগম জানান,

‘মৃত গোলাম মোস্তফার তিন ছেলে তারেক মিয়া, শফিকুল ইসলাম বুলবুল ও রুবেল মিয়ার সঙ্গে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে প্রতিপক্ষ তিন ভাইয়ের পক্ষে স্থানীয় রুহুল আমিন ও বাবুলের নেতৃত্বে লোকজন রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে মারধর, আসাবাপত্র ভাঙচুর, নগদ টাকা ও সোনার গহনা লুটসহ এলাকা ছাড়া করে রেখেছেন বলে জানান ভুক্তভোগী পরিবারটি।’

ভুক্তভোগী রুজিনা বেগম আরো জানান

‘প্রতিবেশী রুহল আমিন ও বাবুল মিয়ার লোকজনের অত্যচারে আমরা অতিষ্ঠ। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানী করেছেন।

এমনকি আমাদের বৈধ কাগজ পত্র থাকার সত্বেও জমিতে চাষাবাদ করতে দিচ্ছে না। এছাড়া, তারা স্থানীয়দের দরবার মানছে না তারা, তাদের ভয়ে আমরা বাড়ীতে যেতে পারছিনা।

আমরা প্রশাসনের আইনী সহযোগিতা কামনা করছি এবং আশা করছি সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’

এদিকে, ভুক্তভোগী পরিবারটি সকল অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের লোকজন।

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “নরসিংদীতে জমি বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট!”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।