ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে হাত–পা কাটা পড়ল যুবকের    দখল আর দূষণে অস্তিত্ব সংকটে ‘প্রাণ সায়ের খাল’    এখনই তৈমুর ছোট ভাইয়ের ওপর খবরদারি করে, বললেন কারিনা    নকলায় অটোচুরির গডফাদার আলাল উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার    আখের রস দিয়ে গুড় তৈরি করে লাভবান হচ্ছে পাঠাকাটার কৃষকরা    বৈসাবী ও বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা    বাংলাদেশি পণ্যের রপ্তানি কমছে ভারতে    বস্তু হিসেবে রেকর্ড গড়ে টাইটানিকের দরজা, বেশি দামে বিক্রি হওয়ায়    নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা

প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

এই উপলক্ষে রোববার (০৪ জুন) সকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে জেলা প্রশাসক চত্বর প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। 

পরে জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পরিবেশ
নরসিংদী পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম,
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার  আসমা সুলতানা নাসরি,
নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর শাহ, ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, নরসিংদী চেম্বার অব কমার্সের   সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও
পরিবেশ
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামিম নেওয়াজ, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আনিসুর রহমান ভূঁইয়া,
পরিচালক  জাকির হোসেন, সাংবাদিক জয়নাল আবদীন, নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মনচুর মোল্লা,
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা, উপ-পরিচালক সমর দাস, উপ-পরিচালক প্রশান্ত কুমার রায়, উপ-পরিচালক শাহাদত হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার আলতাফ হোসেন।  এরপর শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও গাছের চারা বিতরণ করা হয়।
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী


One Reply to “নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।