ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাজধানীতে বাসের কাচ ভেঙে স্পেশাল ব্রাঞ্চের রিপোর্টারের মৃত্যু    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান    কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত

যৌতুকের টাকা না দেয়ায় উচ্চ আদালতের একজন বিচারপতির ভাতিজিকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত নারীর নাম ফাতেমা নাসরিন।

বিসিএস ক্যাডার কর্মকর্তা স্বামী সাখাওয়াত হোসেন ও তার নির্যাতনে নিহত ফাতেমা নাসরিন।

শুক্রবার (১৭ মার্চ) রাত ১টার দিকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান নাসরিন।

আর এ ঘটনায় মূল অভিযুক্ত তার স্বামী সাখাওয়াত হোসেন। তিনি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা।

এর আগে গত ৮ মার্চ যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মশলার বাটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সাখাওয়াত।

পরে মেয়ের মাধ্যমে খবর পেয়ে বাবা সাখাওয়াতকে বাসা থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

ভুক্তভোগীর মেয়ে ও স্বজনরা অভিযোগ করেন, কয়েক বছর ধরেই এক কোটি টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাসরিনকে নির্যাতন করে আসছিল সাখাওয়াত।

এর আগে পঞ্চগড়ে একটি মামলায় এক সপ্তাহ জেলও খাটেন সাখাওয়াত।

নিজেকে বদলে সংসারে ফেরার প্রতিশ্রুতি দিলেও জেল থেকে বের হয়ে আবারও যৌতুকের জন্য নির্যাতন চালাতে থাকেন তিনি।

এরই এক পর্যায়ে গত ৮ মার্চ স্ত্রীকে বটি দিয়ে জবাই করতে যান। মেয়ে হাত থেকে বটি কেড়ে নিলে মশলার বাটা দিয়ে আঘাত করেন।

পরে নাসরিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে নির্যাতনের ঘটনার পর নাসরিনের পরিবারের পক্ষ থেকে তার স্বামীকে অভিযুক্ত করে গত ৯ মার্চ রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।

আরও পড়ুন :


One Reply to “যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যা”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।