ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   চাঁদখালীতে হেঁটে পার হলেও দিতে হচ্ছে টোলের টাকা    পাইকগাছায় পরোয়ানারভুক্ত ৪ আসামী গ্রেফতার    প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ৭ দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ষ্টল পরির্দশন    গত দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড     চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি    নওগাঁর নিয়ামতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন    এমপি-মন্ত্রীদের সন্তান ও আত্মীয়রা প্রার্থী হতে পারবেন না    আফ্রিদির সাথে বিবাদের বিষয়টি অস্বীকার করলেন বাবর    ভোজ্যতেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত: বাণিজ্য প্রতিমন্ত্রী    সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন    পলাশবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন    লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার    আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ    ২১ এপ্রিল দেখা যাবে এই ধূমকেতু বাংলাদেশ থেকেও    ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

সিলেটে জৈন্তাপুরে ছেলের দায়ের কোপে খুন হয়েছেন এক বাবা। পুলিশ ঘাতক পুত্রকে গ্রেফতার করেছে।

রবিবার তাকে আদালতের হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাড়িতে বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় চৈতন্য পাত্র (২২) নামক ওই পুত্র তার পিতার মাথায় দা দিয়ে কোপ দেন।

পরে গভীর রাতে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। নিহত সাধু পাত্র (৬০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িতে বেড়া নির্মাণকে কেন্দ্র করে পিতা সাধু পাত্রের সাথে পুত্র চৈতন্য পাত্রের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে চৈতন্য তার পিতার মাথায় দা দিয়ে আঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।

ওই রাতেই পুলিশ কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান চালিয়ে ঘাতকপুত্র চৈতন্য পাত্রকে গ্রেফতার করে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান,

ঘাতকপুত্র চৈতন্য পাত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি


10 Replies to “সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।