ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

টানা দুই মাসের লোডশেডিংয়ে নরসিংদীর শিল্পকারখানার উৎপাদন কমেছে ৩০ শতাংশ।

শিল্পখাতে দিনে বিদ্যুৎ থাকছে না চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত। এতে মালিকদের পাশাপাশি বিপাকে পড়েছেন শ্রমিকরাও।

নরসিংদীর রায়পুরা, আমীরগঞ্জসহ ছয় উপজেলায় গত দুই মাস ধরে দিনে চার থেকে ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বন্ধ থাকছে কারখানার মেশিন। অলস সময় পার করছেন শ্রমিকরা।

এতে জেলার প্রায় ১২ হাজার শিল্প কারখানার উৎপাদন কমেছে ৩০ শতাংশ।

যারা জেনারেটর দিয়ে মেশিন চালাচ্ছেন তাদের উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ।

এমন পরিস্থিতি চলতে থাকলে উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা ব্যবসায়ীদের।

কারখানা মালিকরা জানান, প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া জেনারেটর দিয়ে উৎপাদন করায় বাড়ছে খরচ।

প্রতি ইউনিটে বিদ্যুৎ বিল আসে ১০ টাকা, আর জেনারেটর দিয়ে উৎপাদন কাজ চালালে প্রতি ইউনিটে খরচ হয় ২০ টাকা।

এদিকে লোডশেডিংয়ে কারণে বিপাকে জেলার প্রায় ৫ লাখ শ্রমিকও। উৎপাদন কমে যাওয়ায় তাদের আয় কমেছে ৪০ শতাংশ।

শ্রমিকরা বলেন, বিদ্যুৎ না থাকায় অলস সময় কাটাতে হচ্ছে। এতে কমছে আয়-রোজগার।

তবে লোডশেডিংয়ের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

প্রশ্ন করলে উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তারা জানান, এ বিষয়ে কথা বলতে হলে আগে অনুমতি নিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

নরসিংদীতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ২১০ মেগাওয়াট।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।