১৭ মার্চ থেকে তিন দিনব্যাপী ২২তম ইন্টা: কংগ্রেস সেমিনার। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের
(বিএসএম) আয়োজনে শুরু হয়েছে ২২তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সায়েন্টিফিক সেমিনার।
শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে রাজধানীর দ্য রেডিসন ব্লুর উৎসব হলে এ সেমিনারের উদ্বোধন করা হয়।
পাশাপাশি কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকী পালন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে ও
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বেড়ে উঠতে হবে।
সায়েন্টিফিক সাব কমিটির চেয়ারম্যান ডা. কাজী তারিকুল ইসলাম বলেন,
কোভিডের কারণে গত কয়েক বছর এই আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা সম্ভব হয়নি।
তবে তিন বছর পর আবার এ আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এদিকে অনুষ্ঠানের আয়োজকরা জানান, এ বছর হ্যান্ডস অন ট্রেনিং নামে নতুন একটি সেশন চালু করা হয়েছে।
এ ছাড়া এ সেমিনারে ১০০ জনের বেশি দেশি-বিদেশি চিকিৎসক অংশগ্রহণ করেছেন।
তারা আরও বলেন, এ আয়োজন তরুণ চিকিৎসকদের জ্ঞান বাড়াতে ও অনুপ্রাণিত করতে সাহায্য করবে।
১৭ মার্চ শুরু হওয়া তিন দিনব্যাপী এ সেমিনার চলবে ১৯ মার্চ পর্যন্ত।
প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে সেমিনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিসিন সোসাইটির সভাপতি ও
মেডিকেল এডুকেশন বাংলাদেশ হেলথ সার্ভিসেস-এর মহাপরিচালক প্রফেসর টিটু মিয়া,
বাংলাদেশ হেলথ সার্ভিসেস-এর অতিরিক্ত মহাপরিচালক ও বাংলাদেশ মেডিসিন সোসাইটির মহাসচিব আহমেদুল কবির প্রমুখ।