বলিউডের নন্দিত অভিনেতা ও নির্মাতা সতীশ কৌশিক মারা গেছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেশ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৬ বছর। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সিনেমা অঙ্গনে।
অভিনেতার পরিবার সূত্রে জানা যায়, তিনি সকালে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় তার হার্ট অ্যাটাক হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণ করেন।
সতীশ কৌশিকের প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছেন আরেক নন্দিত অভিনেতা অনুপম খের। তারা দীর্ঘ ৪৫ বছর ধরে বন্ধু ছিলেন।
অনুপম টুইটারে বলেছেন, ‘সতীশকে ছাড়া জীবনটা কখনও আগের মতো থাকবে না।’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘ভারতীয় সিনেমায় তার অবদান, শৈল্পিক সৃষ্টি ও পরিবেশনাগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’
উল্লেখ্য, ২৩ বছর বয়সে তিনি অভিনয় ও নির্মাণের স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন। দীর্ঘ ৮ বছর সংগ্রামের পর প্রথম আলোচনায় আসেন ১৯৮৭ সালের ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে। এরপর দীর্ঘ ক্যারিয়ারে কমেডি ও অন্যান্য চরিত্রে নিজেকে সাবলীলভাবে তুলে ধরেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘মাসুম’, ‘সাগর’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’, ‘হাম কিসি সে কাম নাহি’ ইত্যাদি।
নির্মাতা হিসেবে বেশ কয়েকটি দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন সতীশ কৌশিক। তার পরিচালিত ‘তেরে নাম’ সিনেমাটি এখনও দর্শকের হৃদয়ে জায়গা করে আছে। যেটাতে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছিলেন সালমান খান।