ঈদে সাত দিন খোলা থাকবে সারাদেশের সিএনজি স্টেশন

ঈদের আগে-পরে মিলিয়ে মোট সাত দিন সারাদেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভাকক্ষে আয়োজিত এক সভায় এ কথা জানান তিনি।

এ দিন সভায় সেতুমন্ত্রী এই সিদ্ধান্তের বিষয়ে জানালে সিএনজি ব্যবসায়ীরা দু’দিন সময় কমিয়ে পাঁচ দিন করার পরামর্শ দেন।

তবে মন্ত্রী এই সিদ্ধান্তে অমত প্রকাশ করে তা সাত দিনই বহাল রাখেন।

সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরী,

ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ,

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার,

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অন্যদের মধ্যে ট্রাফিক পুলিশ ছাড়াও হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ কর্তৃপক্ষ,

বিআরটিসি, সেতু বিভাগসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

সেই সঙ্গে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরাও সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি