ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   এবারের তাপপ্রবাহ কেমন হবে জানাল আবহাওয়া অধিদপ্তর    জমি লিখে না দেওয়ায় মায়ের মাথা ফাটালেন ছেলে    গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে দুই জনের মৃত্যু    ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার    রংপুর মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু    কুমিল্লায় মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার    জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড    ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের ফিচার    মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রী!    শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন    দৈনিক উপার্জন ওরির ৫০ লাখ রুপি    ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত, জন্মের তিন বছর পর    ভাবীর পরকীয়া প্রেম জেনে যাওয়ায় দেবরকে হত্যা    ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর

ক্যারাম খেলার জেরে টাঙ্গাইলের মধুপুরে আব্দুল জলিল (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে আটক করেছে টাঙ্গাইলের র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।

দুই আসামি হলেন উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের সিহাদ মিয়া (২৩) ও নোমান (২৫)।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে  র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার রাতে জেলার কালিহাতি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত দুই ভাই মামা-ভাগ্নের সম্পর্ক।

র‌্যাব-১৪ জানায়, উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যা মামলায়

আত্মগোপনে থাকা অভিযুক্ত আপন দুই ভাই আসামি সিহাদ মিয়া ও নোমানকে মঙ্গলবার রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা আটক করা হয়।

পরে বুধবার তাদেরকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মধুপুর থানার (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা ফখরুল জানান, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল।

র‌্যাব অভিযান চালিয়ে তাদের আটকের পর থানায় হস্তান্তর করে।

তারা হত্যার বিষয়টি স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, ১৫ এপ্রিল উপজেলার হরিণধারা বাজারে ক্যারাম খেলাকে কেন্দ্র করে

আব্দুল জলিলের সাথে অভিযুক্ত সিহাদ মিয়া ও নোমানের তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনায় ইফতারের আগে ছুরি দিয়ে জলিলকে হত্যা করে।

পরে জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।