ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১ জন    গোমস্তাপুরে ৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ।    ২৯তম বার এভারেস্টের চূড়ায় পৌঁছে নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা    টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু হলো বাংলাদেশে    সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে    মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচনে পুলিশের উপর হামলা: ইউপি চেয়ারম্যান রিমান্ডে    খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত    এবারের এসএসসিতে ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি: শিক্ষামন্ত্রী    চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত    আজ বিশ্ব মা দিবস    আজ আন্তর্জাতিক নার্স দিবস    আয়ারল্যান্ডে মেয়েকে নিয়ে সুন্দর মুহূর্তগুলো কাটাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক    রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ    জি এম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই    ইসরায়েলে রকেট হামলায় আহত ৩

চাঁদপুরের মতলব উত্তরে তীব্র গরমে ঘরে ঘরে ভাইরাস জাতীয় সর্দি-জ্বর ছড়িয়ে পড়েছে।

বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে।

কিছু দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অবস্থা চলছে।এই অবস্থা ডেঙ্গু আতঙ্ককে আরো বাড়িয়ে দিয়েছে মানুষের মাঝে।

প্রতিদিনই মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চাপ বাড়ছে ।

মতলব উত্তর ৫০. শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট ডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা গেছে এদের অধিকাংশই ঠান্ডা জ্বর জনিত রোগী।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সীদের মধ্যেও সর্দি-জ্বর, মাথা ব্যথা, বমিসহ ডায়রিয়াজনিত রোগ ছড়িয়ে পড়েছে।

এই জ্বরে প্রচন্ড মাথা ব্যাথা, শরীর ব্যাথা ও বমি হয় ।

মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের আবুরকান্দির পল্লী চিকিৎসক আবুল হোসেন কুটুম জানান জানান গত কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে।

প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে ।

এখানে চিকিৎসা নিতে আসা আসমা বেগম জানান গত ৩/৪ দিন ধরে তার শিশুর জ্বর হয়েছে তাই ডাক্তারের কাছে ঔষধ নিতে এসেছি ।

তিনি আরো জানান তাদের আশপাশের অনেকেরই জ্বর দেখা দিয়েছে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা জুলিয়া আক্তার জানান, আমার গত ২ দিন যাবত জ্বর ও ঠান্ডা লেগেছে তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান জুয়েল জানান,

মতলব উত্তরে ভাইরাজ জাতীয় স্বর্দি জ্বরের প্রকোপ দেখা দিয়েছে।

প্রতিদিনই এই সব রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। নিত্যদিনই স্বর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে ।

তিনি আরও বলেন, জ্বর মাথা ব্যথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে ।

এছাড়া জ্বরের সাথে পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি ।

আবহাওয়া জনিত কারণে এখন সর্দি-কাশি জ্বর হচ্ছে। জ্বরের উত্তাপ বেশি হলে রোগীর মাথায় প্রচুর পানি ঢালতে হবে।

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।