ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   তাপপ্রবাহে শিক্ষার্থীর ক্ষতি হলে দায় নিতে হবে সরকার ও স্কুলকে    হিট অ্যালার্টের মধ্যেই আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান    পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মা ও দুই সন্তানের    আইবি বাংলো’র অর্থ আত্নসাতকারী সাইফুজ্জামান চুন্নু ধরাছোঁয়ার বাইরে    আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা    ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ    ইসরায়েলবিরোধী বিক্ষোভ, নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাতকড়া পরাল মার্কিন পুলিশ    হজ ফ্লাইট শুরু ৯ মে    মস্কো উৎসব জয় করলো বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’    জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন লাটিম মার্কায়    বোরো ধানের দাম কম হওয়ায় কৃষকদের মুখে নেই হাসি    চুয়াডাঙ্গায় হজ্জ ও ওমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত     দে‌শের স‌র্বোচ্চ দাবদা‌হে প্রশংসায় ভাস‌ছে চুয়াডাঙ্গা এক পু‌লিশ সদস্য    এই গরমে ডায়াবেটিস রোগীর যত্ন    গরমে অতিরিক্ত ঘাম থেকে মুক্তির উপায়

কুমিল্লার লাকসামে নশরতপুর বেলতলা এলাকায় ধর্ষণ মামলায় আবু আহাম্মদ মিয়া নামে এক  আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালত।

সোমবার বেলা ১২ টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আবু আহাম্মদ মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফেনীর সোনাগাজী পালগিরির আবু ইউসুফের ছেলে আবু আহাম্মদ মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত জানান,আসামি ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লাকসাম নশরতপুর বেলতলা এলাকার ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এই মামলায় ৬ জন সাক্ষীর মাধ্যমে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের রায় দেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামি আবু আহাম্মদ মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।