ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   কুড়িগ্রামে পেঁয়াজ বিক্রি করতে এসে সন্ত্রাসী হামলার শিকার ২ কৃষক    বেটিং অ্যাপে যুক্ত থাকায় অভিনেতা সাহিল খান গ্রেপ্তার    পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক    তিনদিন হিট অ্যালার্ট থাকলেও সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি প্রবণতা    পাইকগাছার দেলুটিতে ডিঙ্গী বোড়া খাল নিয়ে ইজারাদার ও এলাকাবাসি মুখোমুখি: মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত    চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে জমির ফসল; ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ    শ্রীনগরে ট্রেনের নিচে কাটা পরে বৃদ্ধ মহিলা নিহত    ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটার দের উপস্থিতি, অপ্রীতিকর ঘটনা ঘটেনি    মোংলায় রূপালী ব্যাংকে আগুন    তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশের মাঝে পানি ও স্যালাইন বিতরণ    এ নিয়ে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমলো    ওষুধ না খেয়ে ঘুমের সমস্যা দূর করার উপায়    আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী মঙ্গলবার    আজ সিলেটে ভারতের মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

মৃত আমরোজ মিয়া (৫৫) একই গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘রাতে চিকারকান্দি গ্রামের হাজিবাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

‘তবে নিয়ন্ত্রণে আনার আগেই ওই গ্রামের তারিছ মিয়া, আমরোজ মিয়া, শাবাজ মিয়া, ছমরু মিয়া, রিপন মিয়া, আহাদ মিয়া, আব্বাস মিয়া, সিতার মিয়া ও সুজাত মিয়ার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।’

‘এ সময় বসতঘরে থাকা একটি গরু, ৭০০ মণ ধান, নগদ টাকা, কাপড়, স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়।’

অভিযোগ জানিয়ে ক্ষতিগ্রস্ত হাফিজ মিয়া জানান,

‘আমাদের চোখের সামনেই সবকিছু ঘটে গেলো। একজন লোক বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে প্রাণ হারালেন। সবাই নিঃস্ব হয়ে গেছে।’

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জিসান রহমান নাবিক জানান,

‘খবর পেয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পাশের ঘরগুলো রক্ষা করতে পেরেছি।’

‘তবে ৯টি ঘর পুড়েছে। একজন মানুষও মারা গেছেন বিদ্যুতায়িত হয়ে।’

‘ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা হবে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুন লাগতে পারে।’

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান,

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।’

এনএএন টিভি


One Reply to “শান্তিগঞ্জে ভয়াবহ আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই; নিহত ১”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।