ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শ্রমিকদের জন্য আলাদা বাজেট চান শাজাহান খান    মাটি কাটার পাওয়ার টিলারের চাপায় প্রাণ গেল শিশুর    সৌদিতে এই প্রথম সুইম স্যুট ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে    নরসিংদীর চরাঞ্চল আলোক বালিতে বজ্রপাতে মা ছেলে সহ তিনজন নিহত    জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজির মৃত্যু    মোনালি ঠাকুরের মা আর নেই    কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা    শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন –প্রীতি জিনতা    বাথরুমে বালতির পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু    জাভিকে বরখাস্ত করতে লাপোর্তাকে ‘খোঁচাচ্ছেন’ বার্সার বোর্ড কর্মকর্তারা    ৬ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি রাফা ছেড়ে পালিয়েছে    ভারতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন নিহত ৯, আহত ১৫    সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১১    সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস    প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে-পার্বত্য প্রতিমন্ত্রী

নাটোরের নলডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রী রোকেয়া বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী ওসমান গনি’র ফাঁসি ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওসমান গনি উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত ইসমাইল মৃধার ছেলে।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান,

আসামি ওসমান গনির সঙ্গে নাটোরের সিংড়া উপজেলার উত্তর খাজুরিয়া গ্রামের মৃত আদব আলীর মেয়ে রোকেয়া বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন চালায় স্বামী ওসমান গনি।

নির্যাতন সহ্য করতে না পেরে বেশ কয়েকবার অল্প অল্প করে রোকেয়া বেগম তার ভাইয়ের কাছ থেকে টাকা এনে দেয় স্বামীকে।

কিন্তু তার যৌতুকের চাহিদার মাত্রা বৃদ্ধি পায় এবং যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন রোকেয়ার ভাই।

এ নিয়ে রোকেয়ার সঙ্গে ওসমান গনির প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত।

এরই একপর্যায়ে ২০১৩ সালের ২১ আগস্ট রাতে স্ত্রী রোকেয়া বেগমের গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ওসমান গনি।

এরপর রোকেয়া বেগম আত্মহত্যা করেছে বলে রোকেয়ার ভাইদের জানায় এলাকাবাসী। পরে রোকেয়ার ভাই সেখানে গিয়ে রোকেয়ার মরদেহ দেখতে পায়।

ঘটনার পরের দিন নিহত রোকেয়া বেগমের বড় ভাই একাব্বর হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ ওসমান গনিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন আদালত।

দীর্ঘ ১০ বছর মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর ফাঁসি”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।