ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শিশুদের প্রতি মহানবী (সা.)-এর ভালোবাসা    ব্যাপক বৃষ্টিপাত সৌদি আরবে, বিভিন্ন স্থানে বন্যা    স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া    শিশু ছাত্র উদ্ধার, অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার    ভারতের নির্বাচন দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ    রাজধানীতে গভীর রাতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার    দুইদিনের রিমান্ড শেষে কেএনএফের ১৪ আসামিকে কারাগারে প্রেরণ    কমেছে প্রবাসী আয়    গ্যাংস্টারের সঙ্গে প্রেম, প্রকাশ্যে গুলি করে হত্যা মডেলকে    তাপমাত্রায় ৬৮ বছরের রেকর্ড ভাঙল কলকাতা    অগ্ন্যুৎপাতের জন্য ইন্দোনেশিয়ায় ৬টিরও বেশি বিমানবন্দর বন্ধের ঘোষণা    মহাসড়ক ধসে চীনে নিহত ১৯    দীর্ঘ ১৪ মাস পর জ্ঞান ফিরেছে সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের    অবৈধ স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে ডিএমপি    মহান মে দিবসের বিপ্লবী চেতনায় ময়মনসিংহে ট্রেড ইউনিয়ন সংঘের র‍্যালী সমাবেশ অনুষ্ঠিত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২০১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দুটি আলাদা প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে (টিসিবি) স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি গ্লোবাল করপোরেশন ঢাকার কাছ থেকে ১৩২ কোটি ৫০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গোল্ডেন উইংস জেনারেল ট্রেডিংয়ের (স্থানীয় এজেন্ট : শানজাইব লিমিটেড, ঢাকা) কাছ থেকে ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য দুটি এবং ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য টেবিলে দুটি প্রস্তাবসহ মোট ১৩টি প্রস্তাব উপস্থাপন করা হয়।

অনুমোদিত ১৩টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ২ হাজার ১২১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৩৯৯ টাকা। এর মধ্যে মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১ হাজার ১৮ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ১১১ টাকা। এ ছাড়া দেশীয় ব্যাংক, বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়নে ১ হাজার ১০২ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ২৮৮ টাকা ব্যয় হবে।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।