ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   বেটিং অ্যাপে যুক্ত থাকায় অভিনেতা সাহিল খান গ্রেপ্তার    পদ্মা সেতুতে ১৫শ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক    তিনদিন হিট অ্যালার্ট থাকলেও সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি প্রবণতা    পাইকগাছার দেলুটিতে ডিঙ্গী বোড়া খাল নিয়ে ইজারাদার ও এলাকাবাসি মুখোমুখি: মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত    চুয়াডাঙ্গায় অব্যাহত অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে জমির ফসল; ক্ষতির তথ্য নেই কৃষি বিভাগে    টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ    শ্রীনগরে ট্রেনের নিচে কাটা পরে বৃদ্ধ মহিলা নিহত    ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটার দের উপস্থিতি, অপ্রীতিকর ঘটনা ঘটেনি    মোংলায় রূপালী ব্যাংকে আগুন    তীব্র তাপদাহে ট্রাফিক পুলিশের মাঝে পানি ও স্যালাইন বিতরণ    এ নিয়ে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমলো    ওষুধ না খেয়ে ঘুমের সমস্যা দূর করার উপায়    আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আগামী মঙ্গলবার    আজ সিলেটে ভারতের মুখোমুখি হচ্ছেন জ্যোতিরা    ইরাকে সমকামী সম্পর্কে জড়ালে হবে ১৫ বছরের কারাদণ্ড

বুধবার আরও ১৮ হাজার কর্মী ছাঁটাই করল অ্যামাজন। অর্থনৈতিক মন্দার জন্যই এই ছাঁটাই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরের শেষ ভাগ থেকে একের পর এক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছে অ্যামাজন। বুধবার একসঙ্গে ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। অ্যামাজন অবশ্য জানিয়েছে, তাদের মোট কর্মীর মাত্র এক শতাংশ মানুষকেই কেবল ছাঁটাই করা হয়েছে। অর্থনৈতিক মন্দার কারণেই এই পদক্ষেপ বলে তারা জানিয়েছে। বস্তুত, করোনার সময় অ্যামাজনে বেশ কিছু কর্মী নিয়োগ করা হয়েছিল। করোনা পরবর্তীকালে তাদেরও ছাঁটাইয়ের মুখোমুখি হতে হচ্ছে। অ্যালেক্সার মতো ব্র্যান্ডগুলোর ব্যবসা একেবারেই ভালো চলছে না। ওই বিভাগ থেকেও বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে বলে অ্যামাজনের তরফে জানানো হয়েছে।

গোটা পৃথিবীতে অ্যামাজনের কর্মী সংখ্যা তিন লাখ ৫০ হাজার। যাদের ছাঁটাই করা হয়েছে, তার মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একাধিক ওয়্যার হাউসের কর্মীরাও আছেন, সরাসরি যারা ডেলিভারির সঙ্গে যুক্ত।
অ্যামাজন জানিয়েছে, গত বছর তাদের ব্যবসা চোখে পড়ার মতো মার খেয়েছে। ক্ষতির পরিমাণ লাফিয়ে বেড়েছে। এই পরিস্থিতিতে ছাঁটাই করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আগামী বছরও অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে না বলে তারা মনে করছে। ফলে সংস্থাকে বাঁচানোর তাগিদেই তাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। প্রসঙ্গত, কোভিডের সময় অ্যামাজনের ব্যবসা বেড়েছিল। সে সময় বহু নিয়োগও হয়েছিল। কিন্তু কোভিড পরবর্তী সময়ে ব্যবসা ক্রমশ ঝিমিয়ে পড়েছে।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।