ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   এবারের তাপপ্রবাহ কেমন হবে জানাল আবহাওয়া অধিদপ্তর    জমি লিখে না দেওয়ায় মায়ের মাথা ফাটালেন ছেলে    গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে দুই জনের মৃত্যু    ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার    রংপুর মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু    কুমিল্লায় মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার    জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড    ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের ফিচার    মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রী!    শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন    দৈনিক উপার্জন ওরির ৫০ লাখ রুপি    ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত, জন্মের তিন বছর পর    ভাবীর পরকীয়া প্রেম জেনে যাওয়ায় দেবরকে হত্যা    ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

মৃত আমরোজ মিয়া (৫৫) একই গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

‘রাতে চিকারকান্দি গ্রামের হাজিবাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

‘তবে নিয়ন্ত্রণে আনার আগেই ওই গ্রামের তারিছ মিয়া, আমরোজ মিয়া, শাবাজ মিয়া, ছমরু মিয়া, রিপন মিয়া, আহাদ মিয়া, আব্বাস মিয়া, সিতার মিয়া ও সুজাত মিয়ার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।’

‘এ সময় বসতঘরে থাকা একটি গরু, ৭০০ মণ ধান, নগদ টাকা, কাপড়, স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়।’

অভিযোগ জানিয়ে ক্ষতিগ্রস্ত হাফিজ মিয়া জানান,

‘আমাদের চোখের সামনেই সবকিছু ঘটে গেলো। একজন লোক বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে প্রাণ হারালেন। সবাই নিঃস্ব হয়ে গেছে।’

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জিসান রহমান নাবিক জানান,

‘খবর পেয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পাশের ঘরগুলো রক্ষা করতে পেরেছি।’

‘তবে ৯টি ঘর পুড়েছে। একজন মানুষও মারা গেছেন বিদ্যুতায়িত হয়ে।’

‘ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা হবে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুন লাগতে পারে।’

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান,

‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।’

এনএএন টিভি


One Reply to “শান্তিগঞ্জে ভয়াবহ আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই; নিহত ১”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।