ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   জিপিএ-৫ পেলেন ৪০ দিন আগে মারা যাওয়া তানাজ    সন্ধ্যার মধ্যে ৩ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস    ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে পারে    দেশ থেকে সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী    এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করবেন    ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১ জন    গোমস্তাপুরে ৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ।    ২৯তম বার এভারেস্টের চূড়ায় পৌঁছে নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা    টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু হলো বাংলাদেশে    সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে    মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচনে পুলিশের উপর হামলা: ইউপি চেয়ারম্যান রিমান্ডে    খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত    এবারের এসএসসিতে ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি: শিক্ষামন্ত্রী    চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত    আজ বিশ্ব মা দিবস

নওগাঁয় অতুল কুমার সরকার (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিক্সা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২২ মে) সকাল ১০টায় নওগাঁ পৌরসভার নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের নলগড়া এলাকার আজাদের ইটভাটার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

অতুল নওগাঁ পৌরসভার সুলতানাপুর মঠের ঘাট এলাকার অভয় চন্দ্রের ছেলে।

নিহত অতুলের ভাই রঞ্জিত সরকার জানান,

‘আমার ভাই পেশায় টমটমের চালক। প্রতিদিনের মত গতকাল বিকেল ৪টার দিকে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।

এরপর রাত ১২টা পর্যন্ত বাড়ি না ফিরলে আমার বৌদি ঘুমিয়ে যায়। ভোরে বৌদি আমাকে ডেকে বলে তোমার ভাই তো আজকে রাতে বাড়িতে আসেনি।

তখন তাকে মোবাইলে ফোন দিলে মোবাইল বন্ধ দেখায়। এছাড়াও বিভিন্ন জায়গায় খুঁজ খবর নেওয়া হলে কোনো সন্ধান পাওয়া যায় না।

পরে যেহেতু আমার ভাই অটোরিক্সা ভাড়া নিয়ে চালায় তখন আমি ওই টমটমের গ্যারেজে গিয়ে খোঁজ নিতেই মালিকের কাছে ফোন আসে যে আপনার একটি অটোরিক্সা পড়ে আছে।

তখন সেখানে গিয়ে দেখি আমার ভাইকে বিভিন্ন জায়গায় আঘাত করে মেরে ফেলা হয়েছে। আমার ধারণা, পরিচিত কেউ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করে জানান,

‘অতুলের লাশ উদ্ধার হওয়ার স্থান থেকে কিছু দূরে তার ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ। তবে সেই ইজিবাইকে কোনো ব্যাটারি পাওয়া যায়নি।

পুলিশের ধারণা, ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্যে হত্যাকারীরা অতুলকে হত্যা করে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন :

এন এ এন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।