ঢাকা, বাংলাদেশ | সোমবার, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   রাহুল গান্ধীর বয়সের সমান আসন পাবে না কংগ্রেস –দাবি নরেন্দ্র মোদির    বলোগনা ৬০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরল    চুয়াডাঙ্গায় চেতনানাশক ওষুধ খাইয়ে পা‌খিভ্যান ছিনতাই    জিপিএ-৫ পেলেন ৪০ দিন আগে মারা যাওয়া তানাজ    সন্ধ্যার মধ্যে ৩ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস    ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে পারে    দেশ থেকে সৌদি পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী    এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, যেভাবে করবেন    ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ১১ জন    গোমস্তাপুরে ৮ শিক্ষকের মাদ্রাসায় ২ পরীক্ষার্থী, পাশ করেনি কেউ।    ২৯তম বার এভারেস্টের চূড়ায় পৌঁছে নিজের রেকর্ড ভাঙলেন কামি রিতা    টিকটকের বিজ্ঞাপন-সুবিধা চালু হলো বাংলাদেশে    সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে    মুন্সিগঞ্জে উপজেলা নির্বাচনে পুলিশের উপর হামলা: ইউপি চেয়ারম্যান রিমান্ডে    খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়ায় ভোটকেন্দ্র ভেবে টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক একটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এতে বিদ্যালয়ের একটি কক্ষের দরজা পুড়ে গেছে। এছাড়া রূপসার একটি ভোটকেন্দ্রেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার(৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোট কেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে।

এতে বিদ্যালয়ের লাইব্রেরীর একটি কক্ষ পুড়ে যায়।

স্থানীয়দের এক পক্ষের দাবি, নির্বাচনকে সামনে রেখে দুর্বৃত্তরা এই বিদ্যালয়ে আগুন লাগিয়েছেন। স্থানীয়দের আরেকটা পক্ষের দাবি,

ঠান্ডা নিবারণের জন্য উক্ত এলাকার কিশোররা আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, অগ্নিকাণ্ডে বিদ্যালয়টির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, ওই বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয়।

এদিকে খুলনা রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

রূপসা থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতের দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ে কেরাসিন সহকারে আগুন দেওয়ার চেষ্টা করে। এ বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র।

রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবীর বলেন,

দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল।

তবে নৈশ প্রহরীর ডাক চিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “ভোটকেন্দ্র ভেবে স্কুলে আগুন”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।