ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   এবারের তাপপ্রবাহ কেমন হবে জানাল আবহাওয়া অধিদপ্তর    জমি লিখে না দেওয়ায় মায়ের মাথা ফাটালেন ছেলে    গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে দুই জনের মৃত্যু    ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার    রংপুর মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু    কুমিল্লায় মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার    জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড    ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের ফিচার    মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রী!    শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন    দৈনিক উপার্জন ওরির ৫০ লাখ রুপি    ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত, জন্মের তিন বছর পর    ভাবীর পরকীয়া প্রেম জেনে যাওয়ায় দেবরকে হত্যা    ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর

সৌদি আরবে নারীদের নিয়ে ২০২২ সালের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

এ রিপোর্টে নারীদের বিবাহ বিচ্ছেদের চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনটি প্রকাশ করেছে জেনারেল অথরিটি অব স্ট্যাটিস্টিক।

প্রতিবেদনটি প্রকাশ করতে বিভিন্ন ধরনের গবেষণা জরিপ, রেজিস্ট্রির তথ্য বিশ্লেষণ করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সৌদিতে ৩ লাখ ৫০ হাজারের বেশি নারীর বিবাহ বিচ্ছেদ হয়েছে।

বিবাহ বিচ্ছেদ হওয়া ৫৪ হাজার নারীর বয়স ৩০ থেকে ৩৪ বছর।

তাছাড়া ৩৫ থেকে ৩৯ বছর বয়সী নারীর সংখ্যা ৫৩ হাজার।

অন্যদিকে ওই বছরে বিধবা নারীদের সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ৪৬৯ জন।

এছাড়া দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং প্রযুক্তিতে নারীদের অবদান কী ধরনের তা দেখার জন্য এই জরিপ পরিচালনা করা হয়।

এতে দেখা দেখে সৌদি আরবে ১৫ থেকে ১৯ এবং ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের এসব খাতে অবদান বেশি।

অন্যদিকে সৌদি নারীদের কর্মক্ষেত্রেও অংশগ্রহণের সুযোগ বাড়ছে।

২০২২ সালে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার ১৫.৪ শতাংশ।

সব মিলিয়ে শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ ৩৬ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজারেও নারীদের অংশগ্রহণ বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে,

২০২১ সালে সৌদি আরবে শেয়ারবাজারে নারীদের অংশগ্রহণের সংখ্যা ছিল ১৫ লাখ ১৬ হাজার ৯৯৫ জন,

যা ২০১৯ এবং ২০২০ সালের তুলনায় অনেক বেশি।

শরীর চর্চায়ও নারীদের অংশ নেওয়ার হার বেড়েছে।

দেখা গেছে, ১৫ বছর বয়সী নারীদের মধ্যে প্রায় ৩৮.৭ শতাংশ নিয়মিত ৩০ মিনিটের বেশি শরীর চর্চা করে থাকেন।

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “২০২২ সালে সৌদিতে রিপোর্ট: ৩ লাখ ৫০ হাজারের বেশি বিবাহ বিচ্ছেদ”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।