ঢাকা, বাংলাদেশ | রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   তাপপ্রবাহে শিক্ষার্থীর ক্ষতি হলে দায় নিতে হবে সরকার ও স্কুলকে    হিট অ্যালার্টের মধ্যেই আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান    পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল মা ও দুই সন্তানের    আইবি বাংলো’র অর্থ আত্নসাতকারী সাইফুজ্জামান চুন্নু ধরাছোঁয়ার বাইরে    আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা    ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলো মানব কল্যাণ পরিষদ    ইসরায়েলবিরোধী বিক্ষোভ, নারী অধ্যাপককে মাটিতে ফেলে হাতকড়া পরাল মার্কিন পুলিশ    হজ ফ্লাইট শুরু ৯ মে    মস্কো উৎসব জয় করলো বাংলাদেশি সিনেমা ‘নির্বাণ’    জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন লাটিম মার্কায়    বোরো ধানের দাম কম হওয়ায় কৃষকদের মুখে নেই হাসি    চুয়াডাঙ্গায় হজ্জ ও ওমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত     দে‌শের স‌র্বোচ্চ দাবদা‌হে প্রশংসায় ভাস‌ছে চুয়াডাঙ্গা এক পু‌লিশ সদস্য    এই গরমে ডায়াবেটিস রোগীর যত্ন    গরমে অতিরিক্ত ঘাম থেকে মুক্তির উপায়

গরমে দেশজুড়ে চলমান দাবদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিকের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। কারণ ৭ জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষা রয়েছে। এ ক্ষেত্রে মাধ্যমিক স্তরের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক শাখাও আছে। এই ধরনের প্রাথমিক শাখাগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে গতকাল দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গরমে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।