চুয়াডাঙ্গায় ফেন‌সি‌ডিলসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চা‌লি‌য়ে ৭২ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান (৫৫) না‌মে এক মাদক পাচারকারী‌কে গ্রেফতার ক‌রে‌ছে।
গ্রেফতারকৃত মাদক পাচারকারী মিজানুর রহমান জেলার জীবননগর উপ‌জেলার বাঁকা ইউ‌নিয়‌নের সু‌টিয়া গ্রা‌মের মৃত দাউদ মন্ডলের ছে‌লে।
আজ মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা ৬ টার দি‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জীবননগরের সুটিয়া গ্রামে ডি‌বি পু‌লিশ মাদক বি‌রোধী এ অ‌ভিযান চালায়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা) মঙ্গলবার রাত ১০ টার দি‌কে এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।
তি‌নি জানান, সন্ধা ৬ টার দি‌কে গোপন সংবাদ‌ পে‌য়ে ডি‌বি অফিসার ইনচার্জ  ফেরদৌস ওয়াহিদ সঙ্গীয় অ‌ফিসার‌দের নি‌য়ে জীবননগর উপ‌জেলার বাঁকা ইউ‌নিয়‌নের সু‌টিয়া গ্রা‌মে মাদক বি‌রোধী অ‌ভিযান চালায়। এসময় ৭২ বোতল ফেন‌সি‌ডিলসহ মিজানুর রহমান‌কে গ্রেফতার কর‌তে সক্ষম হয়।
মিজানুর রহমা‌নের বিরু‌দ্ধে মাদকদ্রব্য আই‌নে জীবননগর থানায় মামলা দা‌য়ের ক‌রে সোপর্দ করা হ‌য়ে‌ছে।
এনএএন টিভি / শামসু‌জ্জোহা পলাশ