ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   এবারের তাপপ্রবাহ কেমন হবে জানাল আবহাওয়া অধিদপ্তর    জমি লিখে না দেওয়ায় মায়ের মাথা ফাটালেন ছেলে    গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে দুই জনের মৃত্যু    ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার    রংপুর মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু    কুমিল্লায় মৃত্যুদণ্ডের সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার    জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড    ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের ফিচার    মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রী!    শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা সেই ব্যক্তি মারা গেছেন    দৈনিক উপার্জন ওরির ৫০ লাখ রুপি    ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত, জন্মের তিন বছর পর    ভাবীর পরকীয়া প্রেম জেনে যাওয়ায় দেবরকে হত্যা    ইন্দোনেশিয়ার মাউন্ট ইবুতে ফের অগ্ন্যুৎপাত, ৫ কিলোমিটার উঁচুতে ছাই    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৯ জুলাই) রাত দেড়টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের উপজেলার লক্ষীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবুজ ও দীপু সম্পর্কে মামা-ভাগিনা।

নিহতরা হলেন- উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের রিপন চন্দ্র রায়ের ছেলে সবুজ কুমার রায় (১৮)।

সে সুন্দরদিঘী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

নিহত অপরজন উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেবেন্দ্রনাথ রায়ের ছেলে দীপু রায় আপন (১৭)।

সে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনায় গুরুতর আহত অজিত রায় নামে আর একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের পরিবার ও পুলিশের তথ্যমতে,

‘রাত আনুমানিক দেড়টার দিকে দীপু, সবুজ ও অজিত মোটরসাইকেলে করে উপজেলার পামুলী ইউনিয়নে একটি বিয়েতে বরযাত্রী হিসেবে যায়।’

‘কনের বাড়িতে রাতে খেয়ে একই মোটরসাইকেলে চড়ে তারা বাসায় ফিরছিলেন।’

‘এ সময় লক্ষীরহাটের সম্মুখে এসে বাজারের দিকে মোড় নেওয়ার সময় তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।’

‘রাস্তায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ কল দিয়ে সাহায্য চাইলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে সবুজ রায় ও দিপু রায়ের মরদেহ উদ্ধার করে এবং

গুরুতর আহত অবস্থায় অজিত রায়কে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান,

‘এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।’

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।