ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৯ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   শ্রমিকদের জন্য আলাদা বাজেট চান শাজাহান খান    মাটি কাটার পাওয়ার টিলারের চাপায় প্রাণ গেল শিশুর    সৌদিতে এই প্রথম সুইম স্যুট ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে    নরসিংদীর চরাঞ্চল আলোক বালিতে বজ্রপাতে মা ছেলে সহ তিনজন নিহত    জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজির মৃত্যু    মোনালি ঠাকুরের মা আর নেই    কুষ্টিয়ায় পারিবারিক বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা    শাহরুখ খান অসুন্দর মহিলাদের সঙ্গে বেশি মেলামেশা করতে পছন্দ করেন –প্রীতি জিনতা    বাথরুমে বালতির পানিতে ডুবে এক বছরের শিশুর মৃত্যু    জাভিকে বরখাস্ত করতে লাপোর্তাকে ‘খোঁচাচ্ছেন’ বার্সার বোর্ড কর্মকর্তারা    ৬ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি রাফা ছেড়ে পালিয়েছে    ভারতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন নিহত ৯, আহত ১৫    সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১১    সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস    প্রধানমন্ত্রী চান বাংলাদেশের সকল মানুষ এক ছাতার নিচে বাস করবে-পার্বত্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি স্ট্রিট পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় সময় ‍শনিবার রাতে মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে বলে জানায় মার্কিন বার্তাসংস্থা সিএনএন।

স্ট্রিট পার্টিটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ।

মিশিগান রাজ্য পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,

‘৯১১ নম্বরে কল করে একাধিক লোক মধ্যরাতে স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের খবর জানায়, তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।’

পুলিশ আরও জানায়,

‘পার্টিতে অংশ নেয়া লোকজনের মধ্যে ঝগড়া ও সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করে। এতে করে ভীরের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়।’

বিবৃতিতে বলা হয়েছে,

‘গুলিবর্ষণের পর লোকজন আতঙ্কে পালিয়ে যাওয়ার সময় যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়েও অনেকে আহত হয়েছেন। গোয়েন্দারা পরে এই ঘটনায় ব্যবহৃত হওয়া ‘ভিন্ন পাঁচটি ক্যালিবারের অস্ত্র’ খুঁজে পান।’

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে,

‘বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন।’

‘এছাড়া, দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ, অন্যজন ৫১ বছর বয়সী নারী।’

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি, তবে তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি


One Reply to “যুক্তরাষ্ট্রে স্ট্রিট পার্টিতে গোলাগুলিতে নিহত ২, আহত ১৫”

Comments are closed.

প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।