অসহায় জমশেদ আলী ৬০ বছরেও জমির দখল বুঝে পাইনি । ঘটনাটি ঘটেছে
নকলা উপজেলার বাজারর্দী গ্রামে। জানাযায়, ১৯৬৫ সালে ১ একর ৬০ শতক জমি
মালিক হাজী লাল মামুদ তার স্ত্রী মানিকজানকে লিখে দেন ।
পরবর্তীতে মানিকজানের এক কণ্যা সন্তান জরিনা খাতুন এই সম্পত্তির মালিক হলেও জরিনা খাতুনের ওয়ারিশগনকে আজও সেই সম্পত্তি দখল দেয় নাই । এমন অভিযোগ
করেছেন জরিনার পুত্র জমশেদ আলী ।
জানাযায়, ৩.৭৫ পশরায় ৭৯ নং দাগে
বাজারর্দী মৌজায় অবস্থিত ১একর ৬০শতক জমি আজও বুঝে না পেয়ে
ওয়ারিশগন আদালত , থানা , মাতাবরগণ ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন।