গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৩৯৪ জনের মৃত্যু হয়েছে।
এসময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৮০১ জন।
এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ১১ হাজার ২০৪ জন।
একই সঙ্গে করোনা রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১৪ লাখ এক হাজার ৪১৪ জনে।
দৈনিক মৃত্যুতে শীর্ষে থাকা ফ্রান্সে সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯০ জন।
এ সময়ে দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৮ জন।
এ নিয়ে ফ্রান্সে মোট করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৩০০ জনে।
এদের মধ্যে এক লাখ ৬৫ হাজার ১৬৩ জন মারা গেছেন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫০ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৫৫ লাখ ৯৯ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।