রাজশাহীর পুঠিয়ায় অটোভ্যানের জন্য কুদ্দুস আলী কালু (৩৫) নামের এক চালককে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভ্যানযাত্রী সবজি বিক্রেতা আব্দুল আওয়ালের (৫৫) সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেয় তারা। পরে খবর পেয়ে কালুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২১ মে) ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নে ঢাকা-রাজশাহী মহাসড়কের গাঁওপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান, থানার ওসি ফারুক হোসেন, সিআইডি, পিবিআইসহ বিভিন্ন সংস্থার তদন্তকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত ভ্যানচালক কালু চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার আব্দুল ওহেদ আলীর ছেলে। আর সবজি বিক্রেতা আওয়ালের বাড়ি পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামে।
সবজি বিক্রেতা আব্দুল আওয়াল বলেন,
‘আমি পুঠিয়ার রাজবাড়ী বাজারে সবজির ব্যবসা করি। আর প্রতিদিন ভোরে বিভিন্ন বাজার থেকে সবজি কিনে আনি।
ভ্যানচালক কালুকে নিয়ে ভোরে নাটোরের তেবাড়িয়া হাঁটে যাচ্ছিলাম। পথে গাঁওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন অপরিচিত লোক আমাদের গতি রোধ করে।
এ সময় দুর্বৃত্তরা আমাদের দুজনকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যায়। কালুর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি দূরে চাবি ছুড়ে ফেলে দেন।
এতে তারা ক্ষিপ্ত হয়ে কালুর চোখ-হাত-পা বেঁধে ফেলে। এরপর ছুরি দিয়ে তাঁকে জবাই করে। তারা আমার কাছে থাকা ৪ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। এ সময় আমি কান্নাকাটি শুরু করলে তারা আমার হাত-পা বেঁধে রেখে চলে যায়।’
স্থানীয় বাসিন্দা নয়ন আলী বলেন,
‘সকালে মহাসড়কের পাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করছিল। এ সময় পাশের জমি থেকে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়।
পরে সেখানে গিয়ে একজনকে জবাই করা ও অপর একজনের হাত-পা বাঁধা অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।’
পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন,
‘ঘটনাটি লোমহর্ষক। ক্রাইম সিনে ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামত উদ্ধারে সিআইডিকে ডাকা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, অভিযুক্তদের শনাক্তে সবজি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
আরও পড়ুন :
- বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকার ঝুলন্ত মরদেহ
- ইংল্যান্ডের কাউন্টিতে ওয়ানডে খেলতে পারেন মিরাজ!
- মারা গেলেন হকি-ক্রিকেট খেলোযাড় অস্ট্রেলিয়ান ব্রায়ন!
- ছাত্রাবাসে মিলল রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ!
- জাহাঙ্গীরের মায়ের প্রচারে ফের হামলার অভিযোগ
- ঢাকা সফরে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ
- দুই ছেলেকে সঙ্গে নিয়ে ‘মা’ দেখতে আগ্রহী পরীমণি
- চকরিয়া উপজেলা শ্রমিকলীগের ২১ সদস্যের কমিটি গঠন!
- তাবলীগ জামাতে আসা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মসজিদের সামনে আ.লীগ নেতা হত্যা, দুই ঘাতকসহ গ্রেপ্তার ৪
- ‘কাজী নজরুল ইসলাম কলেজের ইতিবৃত্ত’ বইয়ের মোড়ক উন্মোচন
- টিকটকে ১০ ঘণ্টা ভিডিও দেখার চাকরি
- নিষেধাজ্ঞা -পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না: তথ্যমন্ত্রী
- ৫ কেজির ঢাই মাছ বিক্রি হলো সাড়ে ১৫ হাজারে
One Reply to “ভ্যানচালককে হাত-পা বেঁধে জবাই, টাকা নিয়ে ছেড়ে দিলো যাত্রীকে!”
Comments are closed.