সিসিটিভি ফুটেজ না দেওয়ায় শনিবার (১১ মার্চ) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এক দোকানের মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে ববির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র মঞ্জু ও শিহাব ৷
ঘটনার বর্ণনা দিয়ে হামলার শিকার দোকানদার শাহ আলম বলেন,
সন্ধ্যার দিকে হঠাৎ দুজন ছেলে আমার কাছে এসে তাদের মালামাল হারিয়ে গেছে বলে দোকানের সিসিটিভি ফুটেজ দেখতে চায়।
এ সময় আইনের লোক ছাড়া সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না জানালে তারা দুজন আমার ওপরে হামলা করে। এদের আমি চিনিও না। কিন্তু হঠাৎ কেন এমন হামলা করলো তা বুঝতে পারছি না।
তবে এ বিষয়ে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জু বলেন,
আমার একটা সাউন্ড বক্স হারিয়ে গেছে। সেই জিনিসটা এই দোকানের আশপাশে রেখেছি মনে পড়ায় সিসিটিভি ফুটেজ দেখতে চাই।
তখন আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারামারির তেমন কোনো ঘটনা ঘটেনি। পরে আমি দোকানদারের কাছে ক্ষমা চেয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না৷
ক্যাম্পাসের বাইরের ঘটনা, সব থেকে ভালো হয় ভুক্তভোগী আইনিব্যবস্থা নিলে ৷
তার পরও আমাদের কাছে অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
অপরদিকে, বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মশিউর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি ৷ অভিযোগ পেলে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
One Reply to “সিসিটিভি ফুটেজ না পেয়ে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ”
Comments are closed.